পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর দুই ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের লালু পুলের কাছে দুর্গোৎসব উপলক্ষে ক্লাব বর্ণপরিচয় এর চক্ষু পরীক্ষা শিবির হল। লায়ন্স ক্লাব অব দেপালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শিবিরে শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করে। উপস্থিত ছিলেন ক্লাব বর্ণপরিচয় এর পক্ষে অভিজিৎ গিরি, মহিতোষ পয়ড়্যা, তথাগত দাস, উত্তম দাস, সুমন পয়ড়্যা, গৌতম দাস, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেবপ্রতিম রানা পীযূষ বেরা সৈকত দাস সৌমেন মাইতি প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১৩৯