শারদীয়ার আনন্দে নেই-কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রামের কচিকাঁচা, মহিলা সহ বাসিন্দারা। গত কয়েকদিন আগে বর্ষনজনিত কারনে ব্লকের উত্তর জিঞাদা,শ্রীধরবসান,কয়াআয়মাচক,বাঁকাডাঙ্গা, কুমরচক,বাগিচা,দেড়িয়াচক-সাপুয়া,বাঙালপুর প্রভৃতি গ্রাম জলবন্দী হয়েছিল। তারপর জাতীয় সড়ক অবরোধ, বি ডি ও অফিসে বিক্ষোভ প্রদর্শন করার পর জল একটু কমলেও এখনো ওই গ্রামের মানুষজনদের রাস্তায় জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামগুলিতে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ওই আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে আজ পরিষদের উদ্যোগে শ্রীধরবসান প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল সার্ভিস সেন্টার ও প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহযোগিতায় ওই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অর্জুন ঘোড়ই।