মঙ্গলবার দুপুরে নাগাদ নতুন দিঘার হলিডেহোম ঘাটে স্নান করার সময় এক পর্যটকে আচমকাই স্পিড বোট ধাক্কা মারে।পর্যটক যুবকের পা হাত পেট স্পিড বোটের পাখায় ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাটা নজরে পড়লে দিঘা থানার পুলিশ কর্মীরা তড়িঘড়ি ওই পর্যটককে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়।
নতুন দিঘার সৈকতে স্পিড বোটের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবক। ঘটনা ঘেরে রীতিমতো পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে!
পুলিশ সূত্রে জানা যায় আহত পর্যটকের নাম স্বরূপ আলী মোল্লা (৩৩)। তার বাড়ি রাজারহাটের বিদ্যাধরপুর এলাকায়। চার বন্ধুবান্ধব মিলে সোমবার দিঘায় বেড়াতে আসে পুজোর ছুটিতে। আর মঙ্গলবার দুপুরে স্নান করতে নেমে ঘটে যায় এমন বিপত্তি।
Author: ekhansangbad
Post Views: ২১৪