পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া স্টেশন বাজার এলাকার উন্নয়নের জন্য জেলা পরিষদ কিছুই করেনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এলাকার প্রাক্তন কাউন্সিলর ও কংগ্রেস নেতা কল্যাণ রায়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।
কল্যাণ রায় অভিযোগ করে বলেন এই বাজার জেলা পরিষদের অধীনে। এখান থেকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করে জেলা পরিষদ। কিন্তু বাজারের সমস্যাগুলো সমাধানের জন্য কোনরকম উদ্যোগী নয়। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই বাজারের উন্নয়নের জন্য কোনরকম বরাদ্দ করেনি জেলা পরিষদ। অথচ এই বাজারে ড্রেন রাস্তা ইত্যাদি সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর কোনরকম সমাধানের চেষ্টা করেনি।
জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন ইতিমধ্যে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন সমস্যাগুলোর কথা বলেছেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন লক্ষ্মী পূজার পর অফিস খুললে জেলা পরিষদের বাস্তুকারগন গিয়ে পরিকল্পনা করবেন এবং সেইভাবে কাজ হবে। সেই সাথে তিনি বলেন যা অভিযোগ করা হচ্ছে এটা সঠিক নয়।
কল্যান বাবুর দাবি এই বাজার পৌরসভার অধীনস্থ করা হোক। পাঁশকুড়া পৌরসভা চেয়ারপারসন নন্দ মিশ্র জানিয়েছেন বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবেই কাজ হবে।