Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাবালিকার বিয়ে রুখলো সামাজিক সংগঠন।

এক নাবালিকাকে উদ্ধার করে তার বিয়ে রুখে দিল কামারদা যুগের যাত্রী ও খেজুরী লায়ন্স ক্লাব।

ক্লাস নাইনে পড়া এক নাবালিকা ছাত্রীর বিয়ের রুখে দিয়ে পুলিশের হাতে তুলে দিল কামারদা যুগের যাত্রী ও খেজুরি লায়ন্স ক্লাব । খেজুরির বিক্রমনগরের বিপাশা দাস কৃষ্ণনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। নন্দকুমার কামারদার এক নাবালক ছেলের সঙ্গে ফেসবুক আলাপ থেকে প্ররম হয়।

বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল ।এই নাবালিকাকে বিয়ে দেওয়ার জন্যে তার পরিবার একটি ছেলেকে ঠিক করেছিলো।পরিবারের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে না করে নিজের পছন্দ করা ছেলের হাত ধরে বিয়ে করতে গেছিলো সেই নাবালিকা ।

বিষয়টি জানতে পেরে খেজুরি লায়ন ক্লাবের বিমান নায়ক, জগন্নাথ দাস ও কমারদা যুগের যাত্রীর সভাপতি বিশ্বনাথ মালিক বিষয়টি অত্যন্ত তৎপরতার সঙ্গে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মেয়েটিকে কাউন্সেলিং করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন । মেয়েটির কাউন্সেলিং চলছে ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read