ইন্দ্রজিৎ আইচ :- এই প্রথম জিতো কানেক্ট কলকাতা মহিলা সংগঠনের আয়োজনে বাইপাসের ধারে জে ডাব্লিউ মেরিয়েট হোটেলে অনুষ্ঠিত হলো আজ একদিনের”দ্যা ব্রাইডাল স্টোরি” একদিনের
মেলা। এই মেলায় আজ অংশ নিয়েছিলো ৮৫ টি স্টল। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা চলে ছিলো। এখানে ছিলো বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার, লেহেঙ্গা, বিছানার চাদর, বেড কভার , জানলা দরজার পর্দা থেকে বিভিন্ন ধরনের গহনা, ঘর সাজানোর জিনিস পত্র, কেক পেস্ট্রি , ক্যাডবেরি, কসমেটিক প্রোডাক্ট সহ নানা সাংসারিক জিনিসপত্র। এক সাংবাদিক সন্মেলনে জিতো র মহিলা সংগঠনের চেয়ারপার্সন সঙ্গীতা বেদ জানালেন সারা
ভারতে আমাদের জিতো র মহিলা মেম্বার হলো ১৮ হাজার। শুধুমাত্র কলকাতায় মেম্বার ৮০০ জন। আমরা আমাদের এই জিতো কানেক্ট কলকাতার তরফ থেকে বিভিন্ন সমাজসেবা মূলক অনুষ্ঠান করে থাকি। শিক্ষা, সাস্থ্য, খেলাধুলা, স্বনির্ভর প্রকল্প, গরিবদের সাহায্য, সাস্থ্য পরীক্ষা সহ নানা কাজ আমরা করে চলেছি। এই জিতো মহিলা সংগঠনের এর সম্পাদক শীতল দুগার জানালেন আমরা আরো বেশি করে এই ধরনের “দ্যা ব্রাইডাল স্টোরি”মেলা আয়োজন করতে চাই। এতে আমাদের মহিলাদের কাজের উদ্যোগ আরো বাড়বে। নিজেরা স্বনির্ভর হতে পারবে। সামনেই আমাদের জিতো র পক্ষ থেকে মহিলা ক্রিকেট দল তৈরি হয়েছে।তার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।
আজ এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন অনিতা গাংওয়াল, শশী জৈন দুগার, সহ আরো অনেকে।