দুর্গোৎসবের ৫১তম বর্ষ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের রথ তলা সমাজ কল্যাণ পরিষদ। শুক্রবার সকালে রক্তদাতা দের অভিনন্দিত করার পর রক্তদান কর্মসূচি শুভ সূচনা হয়। শিবিরের শতাধিক মানুষ রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মকর্তা অলক চৌধুরী সহ একাধিক কর্মকর্তা ও সদস্য সদস্যবৃন্দ। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক। অলোক চৌধুরী বলেন দুর্গোৎসব উপলক্ষে তারা শুধুই পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনা। বস্ত্রদান, বৃক্ষদান, সহ নানাবিধ সামাজিক কর্মসূচি করে থাকেন।
Author: ekhansangbad
Post Views: ১৩৮