পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের রানিচক দিশারী সমাজসেবী সংস্থার ব্যবস্থাপনায় রক্তদান শিবির হলো। ২৪ তম বর্ষে এই রক্তদান শিবির দেপাল বানেশ্বর চারুয়ালা বিদ্যামন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতিবছরের মত এবারও প্রায় অর্ধশতাধিক রক্তদাতা রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তুষার কান্তি মান্না, সম্পাদক উৎপল জানা, কোষাধ্যক্ষ তাপসপত্র, সহ সৌমিত্র জানা, সুশান্ত জানা, অশোক জানা, আশিস জানা, যতীন্দ্রনাথ জানা, অসীম নন্দ প্রমুখ। রক্ত সংগ্রহ করে হাসি ব্লাড ব্যাংক। সমস্ত রক্তদাতা কে অভিনন্দন জানিয়েছেন অসীম নন্দ।
Author: ekhansangbad
Post Views: ১৪৪