পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সমুদ্র তট বগুড়ান জালপাই।দিঘা-মান্দারমনির মত ভীড়ে টাসা সমুদ্র তট থেকে একটু নিরিবিলি জুনপুট লাগোয়া বগুড়ান জালপাইতে আজকাল প্রচুর পর্যটক ভীড় করছেন।দূর্গা পুজার এই কয়েকটা দিন প্রচুর পর্যটক ঘুরতে এসেছিলেন বগুড়ানে।তার জেরে স্বাভাবিক কারনেই তট জুড়ে আবর্জনা ছড়িয়েছে।শুক্রবার তাই বগুড়ান জালপাই-র সমুদ্র তটে সাফাই অভিযান করলো কাঁথি লিও ক্লাব।
কাঁথি লায়ন্স ক্লাবের সিস্টার সংগঠন লিও ক্লাবের সদস্য-সদস্যারা এদিন সকাল থেকে বগুড়ান জালপাই সমুদ্র তটে সাফাই অভিযান চালায়।কাঁথি লিও ক্লাবের সভাপতি সৌম্যদীপ মান্না,সম্পাদক অনিক গিরি প্রমুখের নেতৃত্বে চলে এই অভিযান।
লিও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারন মানুষ থেকে স্থানীয় ব্যাবসায়ীরা
Author: ekhansangbad
Post Views: ১৭২