পূর্ব মেদিনীপুর জেলার দঃ কাঁথি বিধানসভার অন্তর্গত নয়াপুট গ্রাম পঞ্চায়েতে নরসিংহপুরে বিবেকানন্দ মিলন সংঘের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপোলক্ষ্যে অন্নভোগ বিতরণ করা হয়
অন্ন ভোগ বিতরন অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।
এদিন কয়েক হাজার ভক্ত বসিয়ে পূজার অন্ন ভোগ খাওয়ানো হয় বলে পূজা আয়োজকরা জানিয়েছেন
Author: ekhansangbad
Post Views: ১১৮