প্যালেস্টাইনে আমেরিকার মদতে ইসরায়েলের অমানবিক আক্রমণের প্রতিবাদে দীঘায় সিপিআইএম র মিছিল হয়। সমুদ্র ভুমিতে মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন সিপিআইএম নেতা আশীষ প্রামানিক, এরিয়া কমিটির সম্পাদক সুরঞ্জন গিরি,রামচন্দ্র জানা,তাপস চৌধুরী, সুকুমার মৈশাল ।উপস্থিত ছিলেন কানন দাস, গৌরী প্রধান, উৎপল মাইতি,বিমল কৃষ্ণ পাত্র,গোপাল মাইতি, সুমন জানা,পূর্ণিমা জানা,আকাশ প্রামানিক ও অন্যান্য নেতৃত্ব।
Author: ekhansangbad
Post Views: ১৩৪