পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ পথ কোলাঘাট।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় সড়কপথে আসতে গেলে কোলাঘাট দিয়ে ঢুকতে হয়।আর সেই প্রবেশ পথ এলাকার রাস্তাঘাটের বেহাল দশা।
এই অভিযোগে মঙ্গলবার কোলাঘাট বাস ব্রিজ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কোলাঘাট ব্লকের বাসিন্দাদের অভিযোগ এই ব্লক জুড়ে বেহাল রাস্তা, জল নিকাশি খারাপ, রুপনারায়ন নদী বাঁধের স্থায়ী সংস্কার না হওয়ায় ভিটে মাটি জলে যাচ্ছে, কোলাঘাটের খাল সংস্কার না হওয়ার কারনে অল্প বৃষ্টিতেই জল জমে থাকে কোলাঘাটের বিভিন্ন এলাকায়।
এলাকার বিজেপি কর্মীদের আরো অভিযোগ রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্প ঘোষনা হলেও সংস্কার হয়নি রাস্তা। বেহাল রাস্তার ওপর দিয়েই যাতায়াত করতে হয় মানুষ জনদের। এলাকার বিজেপি কর্মী সাধারন মানুষের এই সকল অভিযোগকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর উদ্যোগে এলাকার উন্নয়নের দাবিতে পদযাত্রা হয়।
পাশাপাশি সিঙ্গুরের কাণ্ড নিয়ে এবার রাজ্য তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি বলেন এই টাকা যাতে ট্যাক্সপিয়ার দের কাছ থেকে না দেওয়া হয়, শুধুমাত্র তৃণমূলের পার্টি ফান্ড থেকেই দেওয়া হয়, আমি ওদের সব জানি তৃণমূলের ফান্ডে এখন ৮০০ কোটি টাকা রয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা ডিয়ার লটারি দিয়েছে, মমতা ব্যানার্জি এবার ছুটবে, বিরাট লড়াই হবে বিরাট লড়াই করব এমনই ভাবে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
এই কর্মসূচীতে শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির তমলুক সাংঠনিক জেলার সভাপতি হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা হাজির ছিলেন