সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিতা সাহার নতুন গান ” প্লে দা টিউন “। স্থপতি-গায়িকা ও চিত্রকর সৌমিতার স্বরচিত গান ” প্লে দা টিউন ” মুক্তি পেয়েছে মেলোটিউন রেকর্ডস থেকে। এর আগেও সাবেক সংগীতের পাশাপাশি স্বরচিত গানে সৌমিতার কাজ মুগ্ধ করেছে শ্রোতাদের। সৌমিতার রবীন্দ্রসঙ্গীতের উপর যেমন দখল রয়েছেন তেমনই আছে পাশ্চাত্য সঙ্গীত ও ইংরাজি পপ গানের উপর। সম্পূর্ণ নিজের লেখা ও নিজের সুরে প্রকাশিত ” প্লে দা টিউন ” – এর সংগীতায়োজন ও করেন শিল্পী নিজেই। ” রূপনর দেহি ” খ্যাত গায়িকা নিজের সৃষ্টির রূপ দানে ময়দানে নেবেন দশভূজা হয়ে। শব্দ গ্রহণে ছিলেন সুদক্ষ সাউন্ড রেকর্ডিস্ট রানা মন্ডল। গানের মিশ্রণ মসৃণ করার দাইত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার নিবাসী সাউন্ড ইঞ্জিনিয়ার নিরো জেমস্।
প্লে দা টিউন মূলত উপলব্ধির গান। যেখানে মন কে যেন অন্তর আত্মা বলছে এমন এক সুর বাজাতে যা ঘরে ফেরার গান হয়ে দৈনন্দিন ইঁদুর দৌড়ে হারিয়ে যাওয়া সত্ত্বা কে ফিরিয়ে আনবে মূল স্রোতে। সেই হারিয়ে যাওয়া সুরকে নিয়ে লেখা প্রতিটি শব্দ প্রাণ পেয়েছে সৌমিতার সুরে। গানটির সুরে রয়েছে আশির দশকের পপের মাধুর্য্য, কথায় রয়েছে গভীরতা। গোড়ার দিকে যদিও গানের কথার স্পর্শকাতরতা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন গায়িকা। তিনি জানান ” সোসিয়াল নেটওয়ার্কে সক্রিয় হলেও আমি প্রাইভেসি বজায় রাখার বিষয় নিয়ে বরাবরই সচেতন। ঠিক এই কারণেই প্লে দা টিউনের লিরিক্স আমায় হালকা ভাবিয়ে তুলেছিল। পড়ে যদিও বিষয়টা তেমন ব্যক্তিগত মনে না হাওয়ায় গানটা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে আসি।”
গানের অডিও প্রকাশের সাথে সাথেই মেটা মিউজিক লাইব্রেরী তে গানটি পপুলার বলে চিহ্নিত হয়ে যায়। বহু মানুষ এই গানে বানিয়ে ফেলেন নানা প্রকার রিলস। স্বরচিত গানের সাফল্যে দেখে শিল্পী জানান ” আমি মানুষের ইতিবাচক সাড়া পেয়ে খুবই উৎসাহ পেয়েছি, আগামী দিনে নিজের সৃষ্টির মাধ্যমে এমন করে মানুষ কে আনন্দ দিয়ে যেতে পারলে আরও ভালো লাগবে “।