অন্যত্র বদলি হয়ে যাবেন নন্দকুমারের বিডিও শানু বকশি। গতকালই ছিল নন্দকুমার এর বিডিওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই বিডিওর চলে যাওয়ার দুঃখে কেঁদে ফেললেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। মন খারাপের ছায়া শানু বক্সির চোখে মুখেও। যে ভিডিও প্রকাশ্যে আসার পরেই মজা উড়িয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ।
বিডিও শানু বক্সি বলেন কখনো অফিস বলে মনে করিনি, বাড়ি বলে মনে করেছিলাম, পরিবারের সাথে যেমন থাকিস তেমনি থাকতাম অফিসে। বিধায়ক বলেন উনার আন্তরিকতা ভালোবাসা সকলের মনে দাগ কেটেছে,তাই তিনি কেঁদে ফেলেছেন। যদিও এই নিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক কটাক্ষ করে বলেছেন নন্দকুমার ব্লকের নন্দকুমারের বিধায়ক এবং বিডিও মিলে যে কাজে দুর্নীতি করেছেন তারা ২ জন্যে মিলে মিশে করতেন।সেই জায়গা বিধায়কের কাছে থাকছে না তাই তিনি কাঁদছেন