শনিবার সকালে অভিনব বিজেপির অভিনব মিছিলের স্বাক্ষী থাকলো জেলা শহর মেদিনীপুর । মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে এক বিজেপি কর্মীকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাজিয়ে, তাঁর কোমরে দড়ি পরিয়ে, তাঁকে চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয় মিছিলে হাটানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে সজ্জিত এক মহিলা বিজেপি কর্মীকেও। পাশে ছিলেন গ্রেফতার হওয়া বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের সাজে সজ্জিত এক বিজেপি কর্মীও।
বিজেপির অভিযোগ এই মিছিলের ঘন্টাখানেকের মধ্যেই তাঁদের দুই বিজেপি কর্মীকে আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানা। বিজেপির মিছিলে মুখ্যমন্ত্রী সেজে মিছিলে হাটা মহিলা কর্মী গীতিকা দাস এবং জ্যোতিপ্রিয় মল্লিক সাজা বিজেপি কর্মী বুদ্ধদেব পলমলকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসার অভিযোগ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। তারপরই বেলা দুটো থেকে কোতোয়ালি থানায় রীতিমতো উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ একঝাঁক শীর্ষ নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও পৌঁছেছেন নেতারা কোতোয়ালি থানায়। বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ এসে পৌঁছেছে থানাতে।