Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজ্য জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগালো রামনগর গার্লস এর দশম শ্রেণীর ছাত্রী সুমি সার।

সম্প্রতি রাজ্য স্তরে তেইশ চব্বিস বর্ষে খেলো ইন্ডিয়া ও সাব জুনিয়ার জুডো মহিলা ও পুরুষ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনা আগরপাড়া মহাজাতি বিদ্যালয়। সেখানে প্রায় ২২ টি রাজ্যের ১০০ প্রতিনিধি উপস্থিত ছিল।

এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল সুমি অনামিকা ঐন্দ্রিলা ও সৌম্যদীপরা।

রামনগরের বাসিন্দা সুমি সার ৭০ কেজির নিচে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় সোনা জিতে জেলার সোনার মেয়ে হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে।
অপরদিকে অনামিকা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় রুপো জয় লাভ করে। রামনগরের বাসিন্দা ঐন্দ্রিলা খেলো ইন্ডিয়ায় সিনিয়ার ক্যাটাগরি ৬৩ কেজির নিচে বিভাগে রূপো সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় ৫৭ কেজির উপরে রুপো জয় লাভ করে।অপরদিকে নন্দিনী সাউ ৫২ কেজির নিচে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। যা নিয়ে কার্যত খুশি রামনগর জুডো ক্লাবের প্রশিক্ষক অজয় নন্দী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read