লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরী এবং বৃন্দাবনপুর-পশ্চিম চক অগ্নিবীণা সংঘের যৌথ উদ্যোগে লক্ষীপূজা উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শিবিরে 148 জনের চোখের পরীক্ষা করা হয়।
শিবিরে বৃন্দাবনপুর গ্রামের গ্রাম সদস্যা মাধুরী মণ্ডল উপস্থিত ছিলেন। অগ্নিবীণা সংঘের সম্পাদক কানাই বর্মন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বালুচরীর লায়ন্সের পক্ষে লায়ন অরবিন্দ মালী, অশোক কুমার বেরা,তন্ময় জানা, জয়দেব বর্মন, ধনঞ্জয় শ্যামল, এবং সভাপতি সোমনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।
শিবির সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ৯৩