Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হোসিয়ারী শ্রমিকদের ত্রয়োদশ জেলা সম্মেলন।

সরকার ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধি সহ হোসিয়ারী শ্রমিকদের বিভিন্ন দাবীতে এ.আই.ইউ.টি.ইউ.সি.অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে হোসিয়ারী শ্রমিকদের ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দু শতাধিক হোসিয়ারী শ্রমিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক নেপাল বাগ। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও সভাপতি মধুসূদন বেরা।
সম্মেলন থেকে উপরোক্ত দাবীতে শ্রম দপ্তরের মন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকের নিকট আন্দোলনের নানা কর্মসূচি গৃহীত হয়।

প্রতিনিধি অধিবেশনের শেষে নারায়ণ চন্দ্র নায়ককে উপদেষ্টা, মধুসূদন বেরাকে সভাপতি, নেপাল বাগ ও তপন কুমার আদককে যুগ্ম সম্পাদক, নব শাসমলকে কোষাধ্যক্ষ করে ইউনিয়নের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read