পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার দিবাকরপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকায়।
শিনিবার গভীর রাত অর্থাৎ প্রায় রাত ৩টে নাগাদ দোকানের শাটার কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা
তার আগে এলাকায় নিরাপত্তার কাজে কর্তব্য্রত সিভিক ভলেন্টিয়ারদের বেঁধে রেখে ডাকাতি হয়। নগদ প্রায় ৫০ হাজার টাকা আর সোনা লুঠ করে ডাকাত দল। তবে এখনি দোকানের মালিক জানাতে চাইছেন না ঠিক কত পরিমান সোনা লুঠ করে ডাকাত দল।
স্থানীয় বাসিন্দারা বলেন শাটার ভেঙে সিভিকদের বেঁধে লুঠ চলে এমনকি দোকানের সামনের লাইট অব্দি ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্ডিপুর থানার পুলিশ। পুরো ঘটনা তদন্তধীন বলেই পুলিশ সূত্রে জানা যায়
Author: ekhansangbad
Post Views: ১৫১