প্রদীপ কুমার সিংহ :- চতুর্থ বছরের বার্ষিকী পত্রিকা জাগরী উদ্বোধন হলো বারুইপুর রবীন্দ্রভবনে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর প্রেসক্লাবের বিজয় সম্মেলনী উপলক্ষে চতুর্থ বছরের জাগরী পত্রিকাটি উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী বিধানসভার অধ্যক্ষতা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার, পশ্চিমবাংলার পরিবহন প্রতিমন্ত্রীর দিলীপ মন্ডল জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল, বারুইপুর পুরো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, কুলতলী বিধানসভার কেন্দ্রের বিধায়ক গণেশ মণ্ডল জয়নগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিশ্বনাথ দাস রায়দিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আলোক জলদাদা, বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বারুইপুরের এস ডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্য ও বন কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত, সমিতির সভাপতি কানন দাস সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী বারুইপুর পৌরসভার পৌর পিতা, পৌর মাতা গণসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পত্রিকার প্রত্যেকটি লেখক কে উত্তরীয় ও গাছ দিয়ে সম্বর্ধিত করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে পাঁচ জন সমাজের গুণীজন কে সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়। সাংবাদিকরা সারা বছর রোদ জল-বৃষ্টি উপেক্ষা করে খবর সংগ্রহ করে প্রতিনিয়ত তাদের কর্মব্যস্ততা থাকতে হয় তাদেরপরিবার-পরিজনদের একটু আনন্দ বিনোদনের জন্য একটি মনোগ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। বিশিষ্ট সংগীত শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করে।
এই অনুষ্ঠান আগামী দিন যাতে আরো বড় সুন্দর করা যায় সেই প্রচেষ্টাই চালাবে বারুইপুর প্রেসক্লাবের পক্ষ থেকে।