আরএসপি দল ছেড়ে সিপিআই দলে যোগদান করল ১০ জন আরএসপি নেতৃত্ব। আজ মঙ্গলবার নভেম্বর বিপ্লবের দিনেই কাঁথি শহরে বড় ডাকঘরের সামনে আর এসপির অশ্বিনী জানার নেতৃত্বে ১০ জন আর এস পি নেতা সিপিআই দলে যোগদান করল। সি পি আই এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম পন্ডা আর এসপির নেতৃত্বদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন।
সিপিআই দলে যোগদান করল ১০ জন আরএসপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআই প্রবীণ নেতৃত্ব হংস পদ জানা সহ অন্যান্য এর নেতৃত্ব। অশ্বিনী জানা জানিয়েছেন ভগবানপুর দুই ব্লকের লোকাল কমিটির ১১ জন সদস্য এর মধ্যে ১০ জন সদস্য এদিন যোগদান করলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে।
Author: ekhansangbad
Post Views: ১০৫