Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁশকুড়া ফুলবাজারের উন্নতিকল্পে পরিচালন সমিতির সভা।

পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি উদ্যোগে নির্মিত পাঁশকুড়া ফুলবাজারের পরিচালন সমিতির উদ্যোগে আজ দুপুরে সমিতি অফিসে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তথা তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান,আহ্বায়ক জেলা উদ্দ্যানপালন দপ্তরের উপ-অধিকর্তা দীপক কুমার ষড়ঙ্গী,সদস্য তথা সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, ব্লকের বিডিও এবং পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান প্রমুখ।

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, ফুলবাজারের উন্নতিকল্পে ২৩ নভেম্বর বাজারেই একটি ফুলচাষীদের নিয়ে সভা আহ্বান করা হবে। বন্ধ থাকা পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরটি চালুর বিষয়ে মহকুমা শাসক বিভাগীয় দপ্তরের অধিকর্তার সাথে অতি সত্বর কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিডিও তাঁর ব্লকের তহবিল থেকে আগামী ১৫ দিনের মধ্যে বাজারের সমস্ত জঞ্জাল পরিস্কার করবেন।


সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ২০০১ সালে জেলার ফুলচাষীদের আন্দোলনের ফলে তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে বাজারটি চালুর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দপ্তরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। ২০০৪ সালে সেই সময়কার বিভাগীয় মন্ত্রী শৈলেন সরকার বাজারটি উদ্বোধন করেন। এর কয়েক বছর পর বাজারটি নানা কারনে কার্যত বন্ধ হওয়ার সম্মুখীন হলে ২০১২ সালে ফের বাজারটি নবরূপে চালু করার উদ্যোগ নেওয়া হয়। হিমঘরটিও চালু হয়। ইতিমধ্যে লকডাউন পিরিয়ডে হিমঘরের বাইরের দিকের যন্ত্রাংশ চুরি হয়ে গেলে হিমঘর বন্ধ হয়ে যায়। অবিলম্বে হিমঘর চালু সহ বাজারটি পূর্ণাঙ্গ রূপে চালুর দাবিতে ফুলচাষী সমিতির পক্ষ থেকে ফের বিভাগীয় দপ্তরের মন্ত্রী, আধিকারিক সহ জেলার কর্তাব্যক্তিদের কাছে দরবার করা হলে পরিচালন সমিতি আজকে বৈঠকে বসে উক্ত সিদ্ধান্ত নেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read