Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রেজিস্টার তোলাবাজ শুভেন্দু,প্রমান দিক হাসপাতাল কিনেছি:সুপ্রকাশ।

তার এবং তার বাবা অখিল গিরির বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমান আগামী ৪৮ঘন্টার মধ্যে দিতে না পারলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাপুরুষ বললো বলে হুশিয়ারি দিলেন যুব তৃনমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাজকুল কলেজের মাঠে দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সুপ্রকাশ।এই সভায় রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি,ভগবানপুরের প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি সহ তৃনমূলের অন্যান নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

গত রবিবার কাঁথিতে বিজেপির বিজয়া সম্মেলনীর মঞ্চে নিজের ভাষনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরি তাদের বাড়ি থেকে সামান্যদুরে থানাপুকুর পাড়ে ৪ কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল কিনেছে।একই সাথে রাজ্যের মন্ত্রী হওয়ার আগে অখিল বাবুদের আর্থিক অবস্থা নিয়েও খোঁচা দিয়েছিলেন শুভেন্দু।সেই অভিযোগের পাল্টা দিলেন সুপ্রকাশ।

যুব তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি বলেন একজন রেজিস্টার তোলাবাজ শুভেন্দু অধিকারী।তার সারাদিন কাজ হল কুৎস্যা করা।তাই মিথ্যা অভিযোগ করছে।সুপ্রকাশ বলেন থানাপুকুর পাড় কেন সারা কাঁথি,পূর্ব মেদিনীপুর জেলা এমনকি সারা রাজ্য খুঁজলেও এমন কোন হাসপাতাল খুঁজে পাবেনা যেটা আমরা কিনেছি।বলেন শুভেন্দু অধিকারীকে ৪৮ ঘন্টা সময় দিলাম নথি থাকলে সামনে আনুন।নথি সত্য হলে আপনার বাড়ির সামনে গিয়ে নাকে খত দিবো।আর না পারলে আপনাকে নাকে খত দিতে হবে।বুঝবো আপনি একটা কাপুরুষ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read