পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মান্দারমনিতে ভর দুপুরেও জ্বলে থাকছে পথবাতি।প্রায় প্রতিদিন এই ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় বলে ওভিযোগ বাসিন্দাদের।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী পঞ্চায়েতের অন্তর্গত মান্দারমনি।এই সৈকত শহরে বেড়াতে আসা পর্যটকদের কাছে রাতের অন্ধকারে মান্দারমনিকে আরো আকর্ষনিয় করে তুলতে এখানে রাস্তার দুই ধারে পথবাতি লাগিয়েছে প্রশাসন।অভিযোগ পথবাতি লাগালেও সঠিক ভাবে তার নজরদারি হচ্ছে না।তার জেরে ভর দুপুরেও বহু পথবাতি জ্বলে থাকছে।এর ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে।সরকারের খরচ বাড়ছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানালেও সঠিক ভাবে পথবাতি গুলি নজরদারি করা হচ্ছে না।বিদ্যুৎ এবং সরকারের কোষাগারের টাকা অপচয় রোধ করতে স্থানীয় পঞ্চায়েত,রামনগর ২ ব্লক প্রশাসন ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যথাযোগ্য ব্যাবস্থা নিক চাইছে এলাকার বাসিন্দারা।