Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছোটদের নিয়ে চণ্ডীতলা প্রম্পটার এর নতুন
নাটক ” মুক্তিসূর্য ক্ষুদিরাম “।

ইন্দ্রজিৎ আইচ:- ভারতের স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম বোস নাম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে আছে। এই মহান দেশপ্রেমিকের জীবন কাহিনী নিয়ে চণ্ডীতলা প্রম্পটার এর প্রযোজনায় এক ঘন্টা চল্লিশ মিনিটের নতুন নাটক ” মুক্তিসূর্য
ক্ষুদিরাম ” সম্প্রতি মঞ্চস্থ হলো উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটার হলে । দেশের স্বাধীনতার জন্য যারা ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম বিপ্লবী। ভারতকে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ এখনও মানুষকে দেশপ্রেমের জ্বলন্ত মন্ত্রে শপথ নিতে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে। বহু সংগ্রাম, রক্তপাত ও অশ্রুপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠে প্রায় দুইশ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষ কে ছিনিয়ে এনেছিলেন। স্বাধীনতার ৭৬তম বছরে ভারতের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে এই নাটক টি এক কথায় অসাধারণ।
বিশেষ করে এই নাটকে ছোটদের প্রাণবন্ত অভিনয় সকল দর্শকদের নজর কাড়বে।

“মুক্তিসূর্য ক্ষুদিরাম”
নাটকটি লিখেছেন চণ্ডীতলা প্রম্পটার এর কর্ণধার প্রদীপ রায়
নাটকটি দক্ষতার সাথে পরিচালনা করেছেন শ্যামল সরকার।
এই নাটকে পলাশ দাস এর আলো, চঞ্চল আচার্য র মঞ্চ,
পূর্ণিমা মুখার্জির পোশাক
বন্দন মিশ্র র সঙ্গীত,
অরূপ চৌধুরীর মেকআপ
এই নাটকে বড় সম্পদ।
এই নাটকের প্রধান উপদেষ্টা হলেন প্রিয়াঙ্কা ঘোষ এবং
প্রোডাকশন কন্ট্রোলার হলেন অপর্ণা রায়।
সকলেই ভালো অভিনয় করেছেন। বিশেষ করে
সত্যেন বোস (অরূপ চৌধুরী),
কিংস ফোর্ড (কৃষ্ণেন্দু ভট্টাচার্য),
নন্দলাল ব্যানার্জী (আদিত্য নারায়ণ ভট্টাচার্য), অমৃতলাল (সমীর রায়), ক্ষুদিরাম এর ছোটোবেলা থেকে বড় বেলা
(সত্যম ঘোষ, নীলাদ্রি রায় ও অর্ণব পালুই) সকলেই মঞ্চ দাপিয়ে অভিনয় করেছেন।
অন্যান্যদের মধ্যে
লক্ষপ্রিয়া ( তমসা ঘোষ),
হাবিলদার- ও সরকারি আইনজীবী (কৌশিক মাল),উডম্যান সাহেব(অয়ন রায়)
প্রতিবেশী ১(সপ্তবর্ণ আলু),
প্রতিবেশী ২ (পূর্ণিমা মুখার্জি),
প্রতিবেশী ৩ ও নিবেদিতা (অন্বেষা মুখার্জি), কথক (আরাত্রিকা চৌধুরী),
অলোক (শ্রেয়শ্রী আচার্য),
অপরূপা (সৌরিমা তপাদার),
প্রফুল্ল চাকী (সম্প্রিতা চক্রবর্তী),
ফণীভূষণ(দেবজ্যোতি রায়),
পরেশ (রিতম পান),
বাউল গায়ক(দেবাশিস রায়),
সুশীল সেন (আদিত্য রায়),
মলয় (রৌনক মুখোপাধ্যায়),
অবিনাশ(রিয়ান মুখার্জি),
মাদার ইন্ডিয়া(শ্রীজা বিশ্বাস),
নরেন্দ্রনাথ(প্রদীপ রায়) এর অভিনয় যথাযথ। সব মিলিয়ে
সকলের দেখার মতন নাটক
চণ্ডীতলা প্রম্পটার এর নতুন নাটক ” মুক্তিসূর্য ক্ষুদিরাম “।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read