বকেয়া মিটিয়ে পুনরায় একশো দিনের কাজ চালু করতে হবে। বিজয়া সম্মিলনী থেকে সাংবাদিক বৈঠকে আওয়াজ তুলল তৃণমূল। শুক্রবার ঘোষিত কর্মসূচি ছিল তৃণমূলের।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরিতে হয়েছে বিজয়া সম্মিলনী। পাশাপাশি এদিন ছিল সাংবাদিক বৈঠকও। এদিন উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারি সাউ, দলের ব্লক যুব সভাপতি শান্তনু নায়ক এবং এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, প্রভুপদ দাস, অশোক দাস, মানসী দে, সিদ্ধেশ্বর বেরা, চন্দন রায় প্রমুখ ।
একশো দিনের বকেয়া টাকার দাবি তোলেন সকলেই। গরিব মানুষকে কেন্দ্র সরকার বঞ্চনা করছে। তাদের পাশে থেকে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন। এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ জানিয়েছেন, কেন্দ্রের জনবিরোধী নীতি, একশো দিনের কাজের বকেয়া প্রদান ও আবাস যোজনার টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আগামীদিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।