“যুদ্ধ বিরোধী বিক্ষোভ অবস্থান”।
রাজ্য বামপন্থী দল সমূহের ডাকে– সমস্ত জেলা কেন্দ্রগুলিতে প্যালেস্তাইনে ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করা এবং যুদ্ধ বিরোধী ঘোষণার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় বেলা -দুটো থেকে।
পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের নিমতৌড়ি মোড়ে এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন– বামফ্রন্টের আহ্বায়ক তথা সি,পি,আই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সি,পি,আই রাজ্য পরিষদের নেতা- নির্মল বেরা , জেলা সম্পাদক-গৌতম পন্ডা, আর,এস,পির নেতা- সুবল সামন্ত এবং সি,পি,আই(এম) র নেতা- সত্যরঞ্জন দাস, কাঞ্চন মুখার্জি। তাছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত পন্ডা, রিতা দত্ত, অমল কুইলা, পরিতোষ পট্টনায়ক,চন্দ্রশেখর পাঁজা,ভরত মাইতি , শান্তনু দাস সহ নেতৃত্বগণ।
সভায় সভাপতিত্ব করেন- সি,পি,আই(এম) রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস।
Author: ekhansangbad
Post Views: ১৩২