দীপাবলির দিনেই অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হল গৃহস্থ পরিবারের বাড়ি। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথরী গ্রাম পঞ্চায়েতের অস্থিচক গ্রামে রবিন মাইতির বাড়িতে আগুন লাগে।
ঘটনাটা নজরে আসতেই স্থানীয় মানুষ জন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাড়ির সমস্ত আসবাবপত্র এবং হাঁস-মুরগি সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে এগরা থানার পুলিশ তদন্তে আসে।তবে পরিবারের সদস্যদের কোন ক্ষতি হয়নি। অনুমান দীপাবলির টুনি বাল এর লাইন থেকে শর্টসার্কিট ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশায় পরিবারের পাশে পঞ্চায়েত প্রশাসন সাহায্যের হাত বাড়িয়েছে বলে সূত্রের খবর।
Author: ekhansangbad
Post Views: ৯১