পূর্ব মেদিনীপুর জেলার ময়না-তমলুক রাজ্য সড়কে বড়সড় দুর্ঘটনার জেরে মৃত্যু হল বাইক আরোহীর।এর জেরে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।
জানা গেছে শ্রীরামপুর তেল পাম্প এর কাছে এই মাছের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত হয় এক মহিলা সহ শিশু। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মৃত ব্যক্তি নাম কৃষ্ণ প্রসাদ ঘোড়াই বাড়ি নন্দকুমার ব্লকের বোরগোদা এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা মাছের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে শডপো সাকিব আহমেদ নেতৃত্বে পৌঁছায় তমলুক ও ময়না থানার পুলিশ। পরে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু সময় এর জন্য ময়না-তমলুক রাজ্য সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।