কাঁথির কিশোরনগরের ১৭ নম্বর ওয়ার্ডের ঐকতান আবাসনের রামনগর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শেফালী মন্ডল আজ ১৪ই নভেম্বর সকাল ১০টা১৫মি নাগাদ প্রয়াত হয়েছেন। জন্ম ১৯শে ডিসেম্বর ১৯৪২ এগরা থানার অস্তিচক গ্রামে। রামনগর বালিকা বিদ্যালয়ে ১৯৭৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত শারীশিক্ষা বিষয়ক শিক্ষিকা ছিলেন।ষাটের দশকে সাহিত্য চর্চা বিশেষত কবিতা লিখতেন। আবৃত্তি ও চিত্রাঙ্কনে বিশেষ আগ্রহী ছিলেন। একসময় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কাঁথি মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশন, কাঁথি মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থা, রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে। সত্তরের দশক থেকে কাঁথি ক্লাব ও মহকুমা গ্রন্থাগারের আজীবন সদস্যা ছিলেন। কাঁথি মহকুমা ব্রতচারী সমিতির পূর্ণাঙ্গ নায়ক প্রশিক্ষণ প্রাপ্ত প্রাক্তন প্রশিক্ষিকা ছিলেন।
কাঁথি শিশুমহলের প্রাক্তন প্রশিক্ষিকা শিশুমহলের সঙ্গে আজীবন কাল যুক্ত ছিলেন। রামনগর বালিকা বিদ্যালয়ে ১৯৭৫ সাল থেকে ২০০২ পর্যন্ত শারীর শিক্ষা বিষয়ক শিক্ষিকা ছিলেন। পরিবারের বড়ো অবিবাহিতা প্রয়াতা শিক্ষিকা মৃত্যুকালে তিন ভাই,দুই ভাই বৌ, চার বোন, দুই জামাই, তিন ভাইপো,বোন ঝি এবং নাতি-নাতিদের রেখে গেছেন। কাঁথি ক্লাবের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, কাঁথি শিশুমহলের সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি সহ অন্যান্য সদস্যবৃন্দ, অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, রামনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন কাঁথি দীঘা শাখার সম্পাদক দেবাশীষ মাঝি,সহ সম্পাদিকা রীনা দাস,চন্দ্রমণি দাস, কাঁথি মডেল ইনস্টিটিউশন-এর শিক্ষকবৃন্দ এবং ঐকতান আবাসনের আবাসিকবৃন্দ সহ বহু বিশিষ্টজন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।