পূর্ব মেদিনীপুর জেলার -২ কন্টাই রেঞ্জের কাঁথি কো-অপারেটিভ ইউনিয়নের উদ্যোগে ৭০ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হল বুধবার।এদিন বলাগাড়িয়া কো-অপারেটি ব্যাংকের সভা কক্ষে এই দিনটি উদযাপন হয়।
সমবায়ের সাতরঙ্গা পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে সভার সূচনা হয়।উপস্থিত ছিলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পরিষদের সভাপতি জ্যোতির্ময় কর, প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, বলাগাড়িয়া সেন্ট্রাল কো-অপরেটিভ ব্যাঙ্কের সভাপতি ও কাঁথি পৌরসভার সহ সভাপতি সুপ্রকাশ গিরি,বলাগাড়িয়া ব্যাঙ্কের সহ সভাপতি পার্থসারথি দাস, ডিরেক্টর ও কাঁথি-৩ সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি কো-অপরেটিভ ইউনিয়ন এর সভাপতি হরিসাধন দাস অধিকারী, সম্পাদক সত্যজিত ধাড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Author: ekhansangbad
Post Views: ১৯৬