বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি।এর জেরে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের ট্রলার নিয়ে দ্রুত ডাঙ্গায় ফিরে আসার নির্দেশ দিয়েছে মৎস্য দফতর।
ইয়াস,বুলবুলের মত একাধিক প্রাকৃতিক দুর্যোগের আতংক এখনও দিঘা- মান্দারমনি -তাজপুর -শংকরপুরের মত সৈকত শহরের পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তের সাধারন মানুষের মনে বাসা বেঁধে আছে।এই অবস্থায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
মৎস্যজীবি ও সৈকত শহর গুলিতে বেড়াতে আসা পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে লাগাতার মাইকিং করে সর্তকতা বাড়াচ্ছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।পুলিশের তরফেও স্নান ঘটা সহ সৈকত শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারির ব্যাবস্থা করা হয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১৩৮