Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্নপ্রাশন উপলক্ষ্যে রক্তদান শিবির।

‘পারিবারিক উৎসবেও হোক রক্তদান উৎসব’ এই ভাবনাকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কৃষ্ণপলাশী গ্রামে। পুত্র অঙ্কন এর অন্নপ্রাশন অনুষ্ঠানকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন সবং সাধারণ জ্ঞান অন্বেষণ অভীক্ষা ও কালচারাল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য উত্তম কুমার খাঁড়া ও তাঁর স্ত্রী পুষ্পারানী খাঁড়া । অন্নপ্রাসনের চিরাচরিত রীতি নীতি ও খাওয়া দাওয়ার সাথে সাথেই উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির পরিচালনার দায়িত্ব সুচারুভাবে ভাবে সামলালেন সবং সাধারণ জ্ঞান অন্বেষণ অভীক্ষা ও কালচারাল সোসাইটির সদস্যরা ও খাঁড়া পরিবারের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।

এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সুচারুরূপে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন নারায়নগড় ভলান্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক তথা তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘের সম্পাদক ডাঃ জগদীশ মাইতি, মেদিনীপুর ছাত্র সমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সমাজসেবী নন্দন মান্না, বাদল চক্রবর্তী,রামানন্দ দাস অধিকারী, সনাতন মান্না,নন্দন নায়েক প্রমুখ। শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৩২ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন এগরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read