দোকানের তালা ভেঙ্গে প্রায় ২৫ লক্ষ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে পালালো দুষ্কৃতকারীরা। দোকানের সিসি ক্যামেরা নষ্ট করে দিয়ে লুট করেছে বলে অভিযোগ। দোকানের মালিক বিনয় গিরি বলেন রবিবার সকালে বাজার থেকে এক ব্যক্তি ফোন করে, দোকান চুরি হয়েছে বলে জানায় । তড়িঘড়ি করে ছুটে এসে দেখে দোকানের তালা ভেঙ্গে দুষ্কৃতকারীরা ঢুকেছিল ভিতরে সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে ছিল। তিনি বলেন আনুমান ২৫ লক্ষ টাকার ও বেশি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার শনিবার শ্রীরামপুর বাজারে। এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ এসে সরে যমিনে তদন্ত শুরু করেছে। বাজার কমিটির সদস্য গৌতম কুমার প্রধান জানিয়েছেন এই বাজারে নিরাপত্তা কিছুই নেই।
পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা করুক। বাজারে কোন আলোর ব্যবস্থা নেই আলোর ব্যবস্থা করা জরুরী। নিরাপত্তার জন্য বাজার কমিটি আরজি পার্টি তৈরি করতে চায় তাতে প্রশাসনের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। বাজারে নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন। গত তিন চার বছর ধরে এই এলাকায় রাতে দোকান চুরির ঘটনা ঘটছে। শনিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা লুট করে নিয়ে যাওয়ার পরে রবিবার এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাজারের অন্যান্য দোকানদারগণ আতঙ্কে দিন কাটাচ্ছে।