কোলাঘাট থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে পৌনে ন টা নাগাত কয়েকজন দুষ্কৃতকারী গুলি চালিয়ে সমীর পড়িয়া(বাড়ী-উত্তর জিঞাদা) নামে(৩৭ বছর)এক সোনা দোকানদারকে হত্যা করে তার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে।
প্রতিবাদে জাতীয় সড়কে পথ অবরোধ চলছে।
Author: ekhansangbad
Post Views: ১২৭