পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা।অভিযোগ দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল দশা এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজের।বারবার সংস্কারের জন্যে আবেদন জানালেও হেলদোল নাই স্থানীয় প্রশাসনের। ক্রমাগত দুর্ঘটনার শিকার স্থানীয় বাসিন্দারা। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুর ১২টায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদিতে এগয়া-কুদি রাজ্য সড়কের ওপর পথ অবরোধ এলাকার স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা।
জানা গেছে ৩ দিন আগে হামারজিতা গ্রামে তপন ঘোড়াই নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কুদি যাওয়ার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। গুরুতর চোট পায় তপনের স্ত্রী ও ছেলে। আজ সেই ঘটনাকে কেন্দ্র করে কুদিতে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়েছি ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এগরা ১ ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌছায়।
এগরা ১ ব্লকের বিডিও আশ্বাস দেন দ্রুত এই ব্রিজের মেরামতের ব্যবস্থা করবেন। বিডিওর আশ্বাস দেওয়ার অবরোধ তুলে নেয় এলাকাবাসি