মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের হেনস্থা করছে পুলিশ,এই অভিযোগ তুলে খেজুরীতে ১২ ঘন্টার বনধ ডেকে ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দুর সেই আহ্বানে সাড়া দেয়নি খেজুরী দাবি শাসক দল তৃনমূলের
সোমবার সকাল থেকেই শুভেন্দুর ডাকা খেজুরী বনধ সফল করতে সক্রিয় ছিলো বিজেপির কর্মী সমর্থকেরা।
খেজুরী হেঁড়িয়া বোগা বাস স্ট্যান্ড ও বাঁশগোড়ায় অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।তৃনমূলের দাবি তার পরেও কলাগেছিয়া, তেঁতুলতলা, জনকায় দোকানপাট খোলা, বনধের কোনও প্রভাব পড়েনি,জনজীবন স্বাভাবিক রয়েছে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খেজুরিতে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সকাল থেকে খেজুরির হেঁড়িয়া-বিদ্যাপীঠ রাজ্য সড়কে টোটো, অটো চলাচল বন্ধ রাখতে গাছের গুঁড়ি ফেলে দিয়েছিলো বিজেপি কর্মী সমর্থকেরা ।ফলে দূর থেকে যারা বাড়ি ফিরছেন কিংবা বাইরে প্রয়োজনীয় কাজে যাচ্ছেন তাদের যথেষ্ট দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রায় ১০-২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। জনজীবন বিপর্যস্ত, ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন