নিয়ন্ত্রণ হারিয়ে গোডাউনের প্রাচীর ভেঙে ঢুকে পড়ল একটি তেল ট্যাংকার। এখানকার ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এগুলা এক ব্লকের আলংগীরী রাস্তায় হিন্দুস্তান গোডাউনের কাছে। রবিবার রাতে তেল ট্যাংকাট্টি এগুলার দিকে আসার সময় আলংগীরের কাছে দুটি বাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোডাউনের প্রাচীর ভেঙে ঢুকে যায়। সেই সময় স্থানীয় চন্দন মাইতি নামের এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ট্যাঙ্কারের ধাক্কা লাগে। স্থানীয় লোকেরা চন্দন মাইতি কে উদ্ধার করে এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় লোকেরা গাড়ির চালক আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা মঙ্গল সিং কে গ্রেফতার করে। ধৃত মঙ্গল সিং কে সোমবার কাঁথি মহকুমা আদালতে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।