Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জল পথে গরু পাচার কে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরে।

জল পথে গরু পাচার কে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের দাদনপাত্রবাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি সোনা বোটে প্রায় ৩৫ টি গরু দাদনপাত্রবাড়ে।তারপরেই স্থানীয়রা সোনা বোটে আসা গরুগুলিকে আটক করে। তারা গরুগুলিকে নিয়ে এসে দাদন পাত্র বাড় এলাকায় মেয়েদেরকে ছিল। স্থানীয় দের জিজ্ঞাসাবাদে গরু নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন তারা উড়িষ্যা থেকে এই গরুগুলো কিনে নিয়ে এসেছে। কাঁথি শহরের দারুয়া এলাকার একজন ব্যবসায়ীকে তারা দিবে। স্থানীয়দের দাবি তারা যদি গরুর কাগজপত্র দেখাতে পারে তাহলে ছেড়ে দেওয়া হবে।

মন্দারমনি থানায় জানালে থানা কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।থানার ওসি বলেন গরু গুলোকে ছেড়ে দিতে। স্থানীয়দের দাবি সঠিক কাগজপত্র দেখালে ছেড়ে দেবে। অভিযোগ জলপথে গরু এসে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে পাচার হয় বলে। এই রাস্তা দিয়ে গরু পাচার করতে কোন অসুবিধা হয় না বলে স্থানীয়দের দাবি। এছাড়াও স্থানীয়দের দাবি এই রাস্তা ধরে অবৈধ মাল পাচার হয়। এই রাস্তার উপর পুলিশি নজরদারি জোরদার করার দাবি জানানো হয়। কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে জল্পনা শুরু হয়। গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। তারই মাঝে এই গরু পাচার। স্থানীয়দের মনে নানা প্রশ্ন উঠেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read