শনিবারেই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন। যদিও সেই সভা কিছু বিষয় নির্দেশ মেনে করতে হবে। খেজুরিতে নির্দিষ্ট দিনেই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবেন জানিয়ে ,তার জন্যে কিছু নির্দেশ দিয়েছেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি জয় সেনগুপ্ত।
২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা ছিল শুভেন্দুর। ওই সভার অনুমতি নিয়ে বিস্তর জলখোলা হচ্ছিল। গত বৃহস্পতিবার জানা যায় খেজুরিতে সভা করার অনুমতি পুলিশ প্রশাসন দেয়নি। ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। শুক্রবার সেই মামলার শুনানি হয়।
পুলিশ প্রশাসনকে তিরস্কার করার পাশাপাশি আদালত জানিয়েছে নির্দিষ্ট শব্দবিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না সেখানে। সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর দুটো থেকে পাঁচটা ওই সভার সময় নির্দিষ্ট করা হয়েছে।