আজ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে দেওয়াল ম্যাগাজিন “উৎসর্গ” উদ্বোধন করা হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের নিজেদের লেখা প্রবন্ধ, কবিতা, ছবি এগুলো কলেজ কমিটির কাছে জমা করে তাদেরই লেখার মাধ্যম এই দেওয়াল ম্যাগাজিন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়, ডাক্তার আবু সুফিয়ান মহাশয়, অধ্যাপক নোটন সিং মহাশয়, স্বাত্তিকা ওঝা, ছাত্রনেতা আবেদ আলী খান ও নিমাই দাস, ছাত্র সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিল অঞ্জু দাস, কঙ্কিতা মাইতি, টিনা মিস্ত্রি, নেহা জানা, অনুষ্কা অধিকারী, অন্যান্য ছাত্রছাত্রীরা।
প্রথম বর্ষের বাংলা অনার্স ছাত্রী অঞ্জু দাস বলেন আমরা সবাই মিলে এই দেওয়াল ম্যাগাজিন পত্রিকা উৎসর্গের জন্য সমস্ত ছাত্রছাত্রীদের কে উৎসাহিত করছিলাম যাতে তাদের লেখা সবাই দেয় এবং অনেক ছাত্রছাত্রী জমা দিয়েছে লেখা ছবি ও প্রবন্ধ এবং কবিতা তার মধ্যে কিছুজনের এই পত্রিকায় জায়গা করে নিয়েছে লেখা, তবে এ সমস্ত ছাত্র-ছাত্রী লেখা দিয়েছিল সবাইকে ধন্যবাদ জানাই এবং কলেজের ছাত্র সংসদ ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা সবাইকে আমরা ধন্যবাদ জানাই।