আজ দেশপ্রাণ মহাবিদ্যালয় এনএসএস এর পক্ষ থেকে বিশ্ব এইডস দিবসের সচেতনতা মূলক প্রচার করা হয় কলেজের গেটের কাছ থেকে এক হাজারের উপরে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে রেলি হয়, দুরমুঠ বাজার ঘুরে আবার কলেজের গেটের কাছে এই র্যালি শেষ হয়।
এই র্যালিতে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়, কাঁথি তিন ব্লকের ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আবু সুফিয়ান, এনএসএস প্রোগ্রাম অফিসার অধ্যাপক অশোক গিরি মহাশয়, অধ্যাপক অভিরূপ সিং, নোটন সিং, স্বাত্তিকা ওঝা, তাপস ভট্টাচার্য, সৌগত প্রধান, রাজিব মহাপাত্র, নির্মল বর্মন, মহম্মদ ওমর, পরিচালন কমিটির সদস্য সৌম্য মাইতি মহাশয়, ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিল নিমাই দাস, কিংকর পাত্র, অরণ্য বর, শেখ জাবেদ, শেখ মুন্না, সৌরভ জানা, সৌরভ কর অন্যান্য ছাত্র-ছাত্রী বৃন্দ। র্যালী শেষে বক্তব্য রাখেন মাননীয় জ্যোতির্ময় কর এবং ডাক্তার আবু সুফিয়ান মহাশয়।