ভোগপুরে রেলের স্টেশন ম্যা গত ২৮ নভেম্বর দক্ষিণ পূর্ব রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার ভাস্কর সোনবীর কোলাঘাট ব্লকের বি ডি ও,ভোগপুরের প্রধান ও কোলাঘাট থানার ও.সি.একটি চিঠি দিয়ে ভোগপুরে হাইস্কুলের সামনে যে লেভেল ক্রসিংটি রয়েছে,সেই লেভেল ক্রসিং এ দিব্যাঙ্গদের যাতায়াত ছাড়া অন্যান্যদের যাতায়াত সহ চার/তিন/দু চাকার গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আজ সকাল সাড়ে ন’টায় লোহার খুঁটি পুঁতে দেওয়ার কর্মসূচি নেন। যদিও কোন এক অজ্ঞাত কারণে ওই কর্মসূচি রূপায়িত হয় নি।
ওই খবরের পরিপ্রেক্ষিতে ‘ভোগপুর লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে ভোগপুর হাইস্কুলের সামনে যতদিন না ওই স্থানে লেভেল ক্রসিং নির্মান হচ্ছে,ততদিন পর্যন্ত লেভেল ক্রসিং দিয়ে জনসাধারণের যাতায়াত সহ ছোট গাড়ি যাতায়াত করবার দাবিতে বিক্ষোভ সভা করা হয়। এবং ভোগপুর স্টেশনের স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন করে প্রদীপ কুমার ভক্তকে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে।
সমগ্র কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সুখেন্দু শেখর জানা,সহঃ সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন সামন্ত প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু খাতুন,হাওড়া-জকপুর রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ভোগপুর শাখার সম্পাদক সমীর সামন্ত।
বিক্ষোভ সভায় কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, রেলওয়ে দপ্তরের এ.ডি.ইন.কারুর সাথে কোন আলোচনা না করেই ওই চিঠি দিয়েছেন। অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার দাবী জানানোর পাশাপাশি ওই স্থানে আন্ডারপাশ বা প্রহরী যুক্ত লেবেল ক্রসিং নির্মাণের জন্য সোচ্চার হন বিক্ষোভকারীরা।
নাগরিক সুরক্ষা কমিটিও এলাকার বাসিন্দাদের এই দাবীকে সমর্থন জানিয়েছে।
কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রেলের সুরক্ষার পাশাপাশি যাত্রী সাধারণের সুরক্ষার বিষয়টি নিয়ে রেলকে নজর দিতে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিক রেল দপ্তর।