Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অধিকারীদের বিরুদ্ধে স্টেডিয়াম সংস্কারে অর্থ তছরূপের অভিযোগ।

এবার কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামের মাঠ সংস্কারের জন্যে বরাদ্দ টাকা নয়ছয়ের অভিযোগ উঠলো।অভিযোগ করলেন কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।এবং নাম না নিয়ে মাঠের সংস্কারের টাকা নয়ছয়ের দায় চাপালেন অধিকারী পরিবারের উপরে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গত বছর থেকে কাঁথিতে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট “দিদি কাপ” এর আয়োজন করছেন সুপ্রকাশ গিরি।শনিবার কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সেই প্রতিযোগিতার পোস্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাঠের সংস্কারে বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগ করেন সুপ্রকাশ।

কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামের সংস্কারে কয়েক কোটি টাকা বরাদ্দ করেছিলো রাজ্য সরকার।বলেন সেই সময়ে স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে ছিলো কাঁথি পৌরসভা।আর সেই সময়ে কাঁথি পৌরসভায় ক্ষমতায় থাকা ব্যাক্তিরাই বলতে পারবেন এতো টাকার কি হল।উল্লেখ রাজ্য সরকারের ক্রীড়া দফতর যখন মাঠ সংস্কারে টাকা বরাদ্দ করে রাজ্যের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী।আর তার ভাই সৌম্যেন্দু অধিকারী ছিলেন পৌরসভার চেয়ারম্যান।

সুপ্রকাশ গিরি এদিন অধিকারীদের নাম না নিয়ে বলেন কাঁথির মানুষ জানে ২০ বছর আগেও এই স্টেডিয়াম যা ছিলো এখনো তাই আছে।অথচ এই সংস্কারে টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বলেন টাকা গুলো কোথায় গেল বলতে পারবে তখন যারা দ্বায়িত্ব ছিলেন।শুনেছি মাঠ সংস্কারে নাকি বিদেশ থেকে ঘাস আনা হয়েছিলো।আর মাঠে এসে বিদেশ না কাঁথির পদ্মপুখুরিয়া থেকে ঘাস এসেছিলো বুঝতে পারছিনা।বলেন এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।খেলার মাঠের টাকা যারা নয়ছয় করে তাঁদের শাস্তি পাওয়ার দরকার আছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read