রামনগর এগরা রোডের উপর গিরি মোড়ে ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। এই দুর্ঘটনা আজ অর্থাৎ রবিবার সকাল সাড়ে এগারোটার সময় আর এগরা দিক থেকে আসছিল স্কুটি নেপালের গিরি মোড়ের কাছে মোড়ে স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। স্কুটি চালকটি আহত হলেও অর্থাৎ প্রাণে বাঁচলেও স্কুটির সামনের অংশ অনেকটাই ভেঙ্গে যায়। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় এলাকা থেকে মানুষজন ছুটে আসে। স্কুটি চালকটিকে আহত অবস্থায় উদ্ধার করে, দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায়। খানিকটা হলো ট্রাফিক স্লো হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সতর্কতা জারি করা সত্ত্বেও রেষারেষি, ওভারটেক, দ্রুত গতির ড্রাইভিং এর দরুন দুর্ঘটনার কবলে পড়ছে স্কুটি চালক থেকে শুরু করে বিভিন্ন প্রকার যানবাহন। সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া সত্বেও দুর্ঘটনা কমানো যাচ্ছে না কোন প্রকারে।
ড্রাইভিং করার সময় যাতে সেভ ড্রাইভ সেভ লাইফ কথাটি মনে করে ড্রাইভিং করে সবাই, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানাই। দুর্ঘটনা কবলে পড়া স্কুটি চালক এর পরিচয় এখনো জানা যায়নি।