বর্তমান দিনে রাসায়নিক স্যারের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে যারফলে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়।.
তাই কাজলা জনকল্যাণ সমিতি আন্তর্জাতিক সংস্থা Misereor এর সহযোগিতায় কাঁথি 1 নং ব্লকের মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের 500 জন চাষীকে সব্জি বীজ বিতরণ করেন। বিগত কয়েক মাস ধরে কাজলা জনকল্যাণ সমিতি জৈব প্রযুক্তি ব্যবহার করে চাষবাসের কর্মসূচি শুরু করেছে। 500 চাষী ও বাগানীদের নিয়ে ৩০টি চাষী দল গঠন করে তাদের জৈব পদ্ধতিতে চাষবাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রত্যেক চাষীকে কোদাল, নিরানী ও বীজ ফেলার ট্রে প্রদান করা হয়েছে।আজ চাষীদের টমেটো, বেগুন, লংকা, বিন, বরবটি, লাউ, কুমড়া, নটে শাক, পালং শাক, খসল৷ শাক, ধনে, মুলা, ইত্যাদি ১২ ধরনের বীজ প্রদান করা হলো।
এই বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার কুন্ডু ও উপ প্রধান সরস্বতী মান্না এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য সদস্য।