Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজলা জনকল্যাণ সমিতি আন্তর্জাতিক সংস্থা Misereor-এর সহযোগিতায় 500 জন চাষীকে সব্জি বীজ বিতরণ।

বর্তমান দিনে রাসায়নিক স্যারের ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে যারফলে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়।.
তাই কাজলা জনকল্যাণ সমিতি আন্তর্জাতিক সংস্থা Misereor এর সহযোগিতায় কাঁথি 1 নং ব্লকের মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের 500 জন চাষীকে সব্জি বীজ বিতরণ করেন। বিগত কয়েক মাস ধরে কাজলা জনকল্যাণ সমিতি জৈব প্রযুক্তি ব্যবহার করে চাষবাসের কর্মসূচি শুরু করেছে। 500 চাষী ও বাগানীদের নিয়ে ৩০টি চাষী দল গঠন করে তাদের জৈব পদ্ধতিতে চাষবাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রত্যেক চাষীকে কোদাল, নিরানী ও বীজ ফেলার ট্রে প্রদান করা হয়েছে।আজ চাষীদের টমেটো, বেগুন, লংকা, বিন, বরবটি, লাউ, কুমড়া, নটে শাক, পালং শাক, খসল৷ শাক, ধনে, মুলা, ইত্যাদি ১২ ধরনের বীজ প্রদান করা হলো।
এই বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার কুন্ডু ও উপ প্রধান সরস্বতী মান্না এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য সদস্য।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read