ভগবানপুরে ততিন রাজ্যে জয়ের পরেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া অঞ্চলে তৃনমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।
কর্মীদের উপরে হামলার সাথে সাথে তৃনমূল কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করে হামলাকারীরা।এর জেরে তৃনমূল কংগ্রেস কর্মী আস্তিক দোলই গুরুত্বর আহত হয়।এছাড়া কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ
বিজেপি কয়েকজন কর্মীরা ৫০ টি বাইকে করে এসে হামলা চালায় এমনই অভিযোগ তৃনমূল কংগ্রেসের ।হামলার খবরপেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন জেলা পরিষদের সদস্য সুলেখা সাঁতরা গিরি।খিবরভপেয়ে ঘটনা স্থলে আসে বিশাল পুলিশ বাহিনীও।
বিজেপির এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়।
Author: ekhansangbad
Post Views: ১৭৯