গণিত বিষয়টি বেশিরভাগ শিক্ষার্থীর কাছেই কঠিন একটি বিষয়। এই বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় ও সহজ হয়ে ওঠে শিক্ষকের শিখন পদ্ধতির ওপর। বিদ্যালয়ের শিক্ষক,গৃহশিক্ষক এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে প্রাথমিক বিভাগের গণিতের শিখন কৌশল বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে কাঁথির ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার।
অযোধ্যাপুরের মঞ্জুশ্রী হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। শিবিরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুগলির রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ,পশ্চিমবঙ্গ প্রাথমিক সিলেবাস কমিটির প্রাক্তন সদস্য ডঃ দেবব্রত মজুমদার। প্রায় সাড়ে তিনঘন্টা ধরে অঙ্ক শেখানোর নানান কৌশল নিয়ে তিনি আলোচনা করেন। এছাড়া সংক্ষিপ্ত ভাবে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাঁথি প্রভাতকুমার কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চধ্যায়ী, শিক্ষিকা অর্চনা মজুমদার। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মিলে মোট চুরাশি জন এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক হীরালাল জানা,শিবশংকর মন্ডল,রামগোপাল মন্ডল,সুদীপ সুন্দর মাইতি, মানস দলপতি, শঙ্কর প্রধান প্রমুখ বলেন ” আজকের সেমিনারে উপস্থিত থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম।ফেয়ার ফিল্ড এক্সেলেন্স এই রকম একটি অভিনব উদ্যোগ গ্রহণ করার জন্য এই সংস্থার সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ও যাতে এই ধরনের সেমিনার সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয় সেই আবেদন জানাই।” ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তেহেরান হোসেন,সম্পাদক সনাতন জানা, সন্তু কুমার পাল, সুনীল দাস,সৌরভ মন্ডল,শান্তনু বেরা,প্রসেনজিৎ মাইতি,মোস্তাক আলী খান,নাসিম আলী খান, সুমনা ভূঞ্যা প্রমুখ।