পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভায় অবস্থিত কিষানমান্ডিতে সরকারি পরিমাপের পাল্লায় কারচুপির অভিযোগ । আর এর জেরে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখালো চাষীরা। সোমবার দুপুর ১২ টায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে আজ দুপুরে এলাকার ৫০ জন চাষী এগরা কিষান মান্ডিতে ধান বিক্রি করতে এলে সরকার নির্ধারিত পাল্লায় ধান মাপলে ৫০০ গ্রাম করে ধান কম বেরায়। সেই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা সৃষ্টি হয়। চাষীদের অভিযোগ পাল্লায় কারচুপি করে চাষীদের ধানের পরিমানে দুর্নীতি করা হচ্ছে। উত্তেজিত স্থানীয় চাষীরা কিষান মান্ডির গেটে তালা ঝুলিয়ে দেয়। কিষান মান্ডির দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত চাষীরা। তবে এবিষয়ে আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে কিষান মান্ডি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।