প্রদীপ কুমার সিংহ:+ বারুইপুর আদালতে এই প্রথম পকসো মামলায় অভিযুক্ত কাউকে ফাঁসির নির্দেশ আজগর আলি খাদি মুন্সারীকে (৩৮)। এই রায় ঘোষনা করলেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও সেশান বিচারক সন্দীপ কুমার মান্না।
এই রায়ে ৩৬৩ ও ৩৬৫ ধারার উপর ৭ বছরের জেল। ৫ হাজার টাকা ফাইন অনাদায়ে ৬ মাসের জেল।
পকসো ৬ এর উপর ১ লাখ টাকা ফাইন ও যাবজ্জীবন।
৩০২ এর উপর মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা ফাইন।
২ লাখ টাকা ক্ষতিপুরণের নির্দেশ মৃতের পরিবারকে।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের ঘটনা। ২০১৯ সালের ১৫ই জুলাই এর ঘটনা। অভিযুক্ত নাবালিকাকে তার বাবার কাছে নিয়ে যাবে বলে তাকে কোলে করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপর অভিযুক্ত ৬ বছরের নাবালিকাকে একটি সংস্থার পাঁচিল দেওয়া জমির ভেতর নিয়ে গিয়ে মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে ও তাকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। ঘটনার ৬ দিন পর ২১ তারিখ আসামিকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। বারুইপুর মহকুমা আদালতের ধৃত ব্যক্তিকে তোলে। এবং বিচারের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। বিচারক সেই আবেদন মনজুর করেন। তারপর নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত কে নিয়ে ঘটনাস্থলে যায় এবং দেহ উদ্ধার হয়।
অভিযুক্ত নাবালিকার বাবার সাথে কাজ করত। সেই সুত্র ধরেই নাবালিকার বাড়িতে যাতায়াত করত।
যদিও বিচারকের এই রায়ের আদেশ শুনে অভিযুক্ত আজগর আলী খাদি মুনসারি কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়ে অভিযুক্ত উপরের কোর্টে আপিল করতে পারে।